দুটি ভিন্ন আত্মার মিলন আনে ভালোবাসা
হৃদয়ের সম্রাট সে ,
চিরকাল আমাদের হৃদয়ের ময়ূর সিংহাসনে
বসে করে রাজত্ব |
যেদিন তাকে প্রথম দেখলাম ,
প্রেম আমার কাছে এলো যেন গোলাপের তোড়া হয়ে ,
লাল গোলাপের গুচ্ছ অতি সাবধানে
রুপালি রেশমি সুতো দিয়ে বাঁধা |
আমাকে স্নান করালে সে
ভালোবাসার সুগন্ধ বৃষ্টি দিয়ে |
আমার জ্বলন্ত শরীর ও আত্মাকে দিলে ভিজিয়ে
মনের আবেগকে দিলে ঘূর্ণিঝড়ে ডুবিয়ে |
তোমার আলিঙ্গনের সীমানার মধ্যে
আমার বুকের মাঝে শুরু হলো
হাজার প্রজাপতির ঝাপটানি
দ্রুত বাড়তে লাগলো হৃদয়স্পন্দন
দুটি আত্মার হলো একত্রীকরণ ,
সন্ধান পেলাম এক অনন্ত সুখের |