তুমি কোথায় ?
তুমি যেখানেই থাকো ,
তোমার জন্যে আমি আজও আছি
প্রণয়জ্ঞাপনের জন্যে |
তোমার ব্যথা, তোমার যন্ত্রণা ,
তোমার রাগ , তোমার ভাঙা হৃদয়
সব মেরামত করে দেব আমি
প্রণয়জ্ঞাপন দিয়ে |
তোমার চোখের জল আমার জন্যে
আমার ওপর নির্ভর করতে পারো
আমার ভালোবাসা , আমার আত্মা ,
আমার মন ও শরীর চিরন্তর |
তোমার ক্ষতের আরোগ্য নিবারণ করতে
আমাকে তুমি স্পর্শ করতে দাও |
প্রণয়জ্ঞাপনে ও কোমল স্পর্শে
সারিয়ে তুলবো তোমার ক্ষত |