লিখতে হবেনা তোমাকে কবিতা
আমাকে মুগ্ধ করার জন্যে
গান গাইতে হবেনা
আমাকে মুগ্ধ করার জন্যে
নাচতে হবেনা
আমাকে মুগ্ধ করার জন্যে
তোমার চেহারা দেখেই
আমি মুগ্ধ
তোমার গগনচারী সৌন্দর্য
আমাকে মুগ্ধ করেছে চিরকাল
আমি তোমায় ভালোবাসি
আমার প্রিয় চাঁদ