ইনফ্লেশন এর বাজারে
হৃদয় এর দাম খুব বেশি নয় :
পলিটিক্স আর মানুষের জীবন ,
চাই এডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজ |
নাহলে দুঃখ অনিবার্য |
জীবন তো আর সম্পর্ক-বিবর্জিত নয় ?
নয় কোনো কবিতা বা কাব্য ,
ভুল , ত্রুটি , আর বুদ্ধিহীনতা
দেবে শুধু দাহ |
বঞ্চিত হবে সাফল্য থেকে ,
কারুর চিত্ত হবেনা উদাস উতল |
জগতে বুদ্ধিমানরা করবে চাকরি বিবাহ ,
ব্যাংক এ জমাবে টাকা ,
গড়াবে গয়না ,
জীবনযাপন করবে স্বচ্ছন্দ স্বচলতায় |
তাই জীবনে চাই
পলিটিক্স এর মতো এডজাস্টমেন্ট ও কম্প্রোমাইজ ||