অতীত , বর্ত্তমান ও ভবিষ্যৎ;
বিরাট মরুভূমির মতো সর্বত্র ঊষর,
কোনোখানে নেই একটু ছায়া ,একটু শ্যামলিমা ,
নেই আলোক - আঁধার বিজড়িত স্নিগ্ধতার চিহ্নলেশ,
মূর্খই বটে আমি
কাঁচকে ভেবেছিলাম হিরে ,
তাম্রখন্ডকে ভেবেছিলাম গিনি ,
পরিহাসকে ভেবেছিলাম সত্য ,
আধুনিকারা নিজেকে ভাবে জুলিয়েট ,
সংশয় জাগে চিত্তে ,একসঙ্গে আধডজন রোমিওর প্রণয়িনী ?
আধ ডজন রোমিওর জন্যে একসঙ্গে দুর্যোগের রাত্রিতে উৎকণ্ঠায়
বিনিদ্র রজনী যাপন করা যায় ?
নিশ্চিন্ত হতে পারলাম না !!!