এত তাড়াতাড়ি প্রস্তাবের সঙ্গে সঙ্গে এতটুকু বিলম্ব না করে আবৃত্তি ঘরে আবৃত্তিকারের নাম টি এত সুন্দর জায়গায় আপনি বসিয়ে দিলেন তার জন্যে আপনার বিচক্ষনতার প্রশংসা না করে পারছিনা |এর দ্বারা আর একবার প্রমানিত হলো আপমি এই কবিতা আসরের কবিদের মতামতের কত মূল্য দেন | এখন কারুর কোনো অসুবিধে হবার কথাই নয় |
আপনাকে জানাই শত শত আলিঙ্গন , শ্রদ্ধা ও ভালবাসা |
God Bless You and Your Family .