এই কবিতাটির সুন্দর অনুবাদের জন্যে প্রিয় কবি অনুপ মজুমদার কে জানাই অভিনন্দন | তার থেকেও বড় কথা বর্ণবৈশ্যমের বিরুদ্ধে একটি শিশুর লেখা এই কবিতাটি আসরে প্রকাশ করেছেন | তার জন্যে জানাই আপনাকে ধন্যবাদ |
আমি শুধুমাত্র এই কবিতাটি প্রসঙ্গে কিছু তথ্য সংযোজন করার চেষ্টা করলাম | কবিতাটি আমি যতদুর জানি Ogala. Lakota. নামক একটি শিশু তার স্কুল এর ক্লাসে লিখে তার শিক্ষক কে এটা দেন | শিক্ষক এর এই কবিতাটি এত ভালো লেগেছিল যে এটাকে তিনি নানান জায়গায় বর্ণবাদের বিরুদ্ধে পোস্টার হিসেবে ব্যবহার করেছিলেন | এবং ৭০ এর দশকের প্রথম ভাগে দৈনিক সংবাদ পত্রে প্রকাশ করেছিলেন | সেইসময় বর্ণবৈশ্যম্য এতই তীব্র ছিল যে একটি শিশুর মনে পর্যন্ত একটি ঘটনা দাগ কেটেছিল |
আসলে "Oglala Sioux" একটি উপজাতি ছিল | এই শিশুটি এই গোষ্ঠির ই একজন ছিল | ঘটনাটি এরকম :-
একজন আফ্রিকান একটি পানশালায় (PUB.) পানীয় কিনতে প্রবেশ করেছিল | সে যখন পানীয় র জন্যে আজ্ঞা করলো দোকানের সাদা মালিক উত্তরে বলল যারা কালো তাদের আমরা পানীয় পরিবেশন করিনা | বেশ কিছু তীব্র বাক্য বিনিময়ের পরে সাদা লোকটি তাকে পানীয় দিতে বাধ্য হয়েছিল এবং পানীয় নিয়ে বেরিয়ে যাবার সময় বলে গিয়েছিল একদিন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে |
শিশুর মনে এই ঘটনাটি গভীরভাবে প্রবেশ করে এবং তাকে এই কবিতাটি লিখতে প্রেরণা দায় |
তাছাড়া কবি অনুপ তো বলেই দিয়েছেন UN. এই কবিতাটি ২০০৬ সালে শ্রেষ্ঠ কবিতা হিসাবে নির্বাচন করেন |
সব পাঠক কে জানাই আমার প্রীতি , শুভেচ্ছা ও ভালবাসা