লিখতে গিয়ে যখন আমার হয় যে বানান ভুল,
অল্প করে কানটা ধরেন অনিরুদ্ধ বুলবুল |
বানান ভুল ধরিয়ে দিতে তোমার জুড়ি নাই ,
'আপ-টু-ডেট' কর মোদের ভালোবাসি তাই |
তাইত তোমার লেখাগুলি সবার অতি প্রিয় ,
এমনি করেই বানান ভুল ধরিয়ে তুমি দিও |
আমার প্রিয় ,সবার প্রিয় ,তোমায় ভোলা দায় ,
এমনি করেই পাই যেন মোর মনের জোছনায় |
আবার যেন বোস না ভেবে কবিটি মহাপাগল ,
এই কবি থাকলে পরে আসরের ই মঙ্গল |