কথাটার ভারী গালভরা অর্থ ------
'এসটাব্লিশড'
একজন গ্যারাবাজ , একজন ধোকাবাজ
দুই দলের দুই নেতা ,
চুরি ঘুষ আর দল |
সাজানো গোছানো আরামের ঘর '
যার নাম 'এসটাব্লিশড' |
দারুন খাতির -ইয়ং লীডার,
গুজুর গুজুর ফুসুর ফুসুর ,
সঙ্গে কনসপিরেসি |
মাস্টারমশাই পড়াতে আসত
"ডু ইউ ফলো মি" ?
"ইএস স্যার"
"ভেরি গুড"
বড় হয়ে কি হবে ভাবছ ?
ভাবছি বিদ্যাসাগরের মত হব স্যার
ভালো - খুব ভালো |
হা - হা - হা যেমন মাস্টার তেমনি ছাত্তর
আফটার অল দুজনেই 'এসটাব্লিশড' তো ?