কবিতার আসরে গিয়ে
জানলাম সব মন দিয়ে |
জানতে চাও সে কেমন আসর ?
অনেকটা ঠিক বিবাদ বাসর |
একটি কবি ভালবাসে
অন্য কবি পেছনে লাগে |
কবিতা সে যা হোক না কেন
মন্তব্য পাবে খাঁসা যেন |
অনবদ্য ,অসাধারণ
হোকনা সে অতি সাধারণ |
দিয়ে যাও খালি মতামত
কবিতা তোমার পড়বে ঝটপট |
না করলে যে মন্তব্য ,
কবিতা পড়বে না জেন |
মন্তব্যের ঝুরি যাবে ভরে
মিথ্যে কথা বললে পরে |
ডেপোঁ কবি মারে গুল
ধরবে খালি শুধু ভুল |
আর একটি সে তৈরী কবি
কথা বলে ঝুড়ি ঝুড়ি |
বাজায় ঢোল ভেতরে ফাঁপা
কথা বলে কাটা কাটা |
কিছু বললে পাঠায় জেলে
সত্যি কথা বলতে গেলে |
এমনকি আর মন্দ ভারী
কবিতা তো লিখতে পারি ?
মেটাবো মোরা মনের জ্বালা  
কবিতা লিখে পাব মালা |