মলয়বাবুর কবিতা যে সব পাঠকের হজম করতে অসুবিধে হচ্ছে তাদের জন্যে রইলো করুণা | নগ্ন নৃত্য দেখতে ক্লাবে যাব, XXX Movie দেখব, বেশ্যা পাড়ায় যাব ফুর্তি করতে আর সতীপনা ভাব দেখাবো সমাজে | মলয় রায়চৌধুরীর কবিতা ঘা দিতে পারে আমাদের সুরুচির কাঁচের জানলাতে |
"শুদ্ধ চেতনার রহস্য"
ঠিক আছে, লাফাও
অ্যালুমিনিয়াম ফ্রেম কাচের জানালা খুলে কুড়ি তলা থেকে
বাতাসে ঝাঁপাও তুমি টাঙাইল আঁচল উড়িয়ে
শূন্যে ভাসবে কালো ঢাল এলোকেশ
দু পায়ে আচেনা নাচে পৃথিবীর রঙিন মাটিতে
নেমে এসো তুমি
তখন খামচে দেখো হাওয়ার শরীর কীরকম
খেলবে তোমাকে নিয়ে ওলোট-পালোট
আমার পায়ের কাছে পড়ে তুমি ছত্রখান হও
খণ্ড-বিখণ্ড হাড় থ্যাঁতা মাংস নাড়িভুঁড়ি সব একাকার
ঠোঁট যোনি উরু নাভি পাছা স্তন আলাদা অস্তিত্ব নিয়ে
সৌন্দর্য বিমূর্ত ক্বাথে মাছির খোরাক হবে তুমি
সব জড়ো করে তবু তুমি নও
তুমি সে-সময়ে রৌদ্রে ভাসমান
বুঝেছিলে মিথ্যে এই প্ররম্ভিক অধঃপতন ।