ভালো বন্ধুকে যোগ করো,
শত্রুকে বিয়োগ করো।
আনন্দকে গুন্ করো,
দুঃখকে ভাগ করো ।
প্রাণখোলা হাসি হাসো,
সবাইকে ভালোবাসো।
ঘৃণা পরিত্যাগ করো,
চেতনা জাগ্রত করো।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো,
সব পেশাকে সম্মান করো।
হৃদয়ে জ্বালাও জ্ঞানের আলো,
ওখানেই মানুষের ভালো।