প্লেটোনিজম-
ভালোবাসার আরেক রূপ।  
সক্রেটিসের ছাত্র দার্শনিক প্লেটো;
শেখালেন আমাদের প্লেটোনিক ভালোবাসা।
যে ভালোবাসার নাম  ' শুদ্ধতম ভালোবাসা'।
প্রেমিক-প্রেমিকা ভালোবাসার সর্ব্বোচ পর্যায়ে প্রবেশ করবে;
কিন্তু শরীর নামক বস্তুটি থাকবে অনুপস্থিত।
প্রেমের স্বাদ বা রস আস্বাদন করা যায়
শুধু আবেগ দিয়ে, শরীর দিয়ে নয়।  
এ ভালোবাসা কামগন্ধহীন, এ ভালোবাসা বায়বীয়।
যে নিষ্কাম প্রেম শুধু দিয়ে যায় নিজেকে উজাড় করে,
বিনিময়ে চায়না কিছু।
তাকে পাবার জন্যে করতে হবে দীর্ঘ প্রতীক্ষা ও  দুঃসহ যন্ত্রণা।
প্রেমের জন্য স্বেচ্ছায়-স্বজ্ঞানে নিজের জীবনকে
অন্ধকারে ঠেলে দেয় ভালোবাসার এই রূপকে।
প্রেমিকের শরীরের  গন্ধই প্রেমিকাকে মোহিত করার জন্য যথেষ্ট,
উপস্থিতির দরকার পড়ে না।
যৌনতার কোনও স্থান নেই প্লেটোনিক ভালোবাসায়।
এ এক প্রচণ্ড ভালোবাসা যখন প্রেম কে মনে হয় স্বর্গ সুখ।