ওভালটিন
শরীর টাতো রাখতে হবে খাটাখাটনির পরে?
ওভালটিনে ক্লান্তি দূর অফিসে কাজের তরে।
এনার্জি পেতে খেয়ে নিন,
মহামান্য ওভালটিন।
ফিল করবেন চাঙ্গা, নিশীথ সমীরে।
চা
না চাহিতেই তোমাকে যে পাওয়া যায়,
না পাহিলেও তোমাকে যে চাওয়া যায়।
চুমুক দিই যারে,
মাটির ছোট্ট ভাঁড়ে।
শালীর হাতের চা পানে মনটা যে জুরায়।
মাছ
কাতলার মাথা দিয়ে মুড়ি ঘন্ট,
ভজহরি মান্নার স্বাদ যেন জীবন্ত।
চেটে পুটে রসনা,
পুরে নাও বাসনা।
যেন জিবে তে লেগে থাকে সে অনন্ত।