তোমার সঙ্গে আমার দেখা চৈত্রের হলুদ বিকেলে,
মনে পরে ঝরে পড়েছিল চূর্ণ ফুল তোমার আঁচলে।
না জেনেই তখন চিঠির পর চিঠি লিখতাম তোমাকে;
এখন ল্যাপের ইনবক্স এ দৌড়ে চলে যায় তোমার দিকে।
অভিমানে কেটেছে অশ্রুসজল চোখে বন-অন্তরালে,
বন জানে সেকথা কেঁপেছে বাঁশির সুর অবহেলে।
সেই চেনা নাম্বার মোবাইলে যখন দেখি আসে,
সৌরভ ছড়িয়ে দিয়ে ঘ্রান পাই সুবাসিত দেহে।
রেশমের জামার সাজে কানে দুল আর চুল কাঁটা,
ঠুনঠুন আওয়াজে আমাদের পাশাপাশি হাঁটা।
স্বপ্নের সন্ধ্যায় হয়েছি কত জ্যোৎস্নার মুখোমুখি ;
এলোমেলো ছন্দ তুলে তুমি আমি ঊর্ধ্বগামী।
ভালোবাসায় আর সত্যনিষ্ঠ হবার নেই প্রয়োজন;
চলে যাবো বাস্প হয়ে যাবার বাসনা তীব্র যখন।