আমি অংক কষে প্রমান করে দিতে পারি
তুমি আমাকে ভালোবাসো।
তোমার অধর ছুঁয়ে অনুভব করেছি আমি
কালারফুল ডাইমেনশান।
ছোঁয়াছুঁয়ি সংক্রান্ত বীজগণিত কষেছি,
ছোঁয়াওনি অধর ঠোঁটেতে ।
জ্যামিতি কষে দেখেছি তোমার শরীরে রঙের ছিটে,
তারকাটা বক্ষবন্ধনীর অ্যার্কিটেকচার।
ক্ষমা চাইছি আমার শেষতম ভায়োলেন্সের জন্যে।
ভাবনার চেয়েও বেশি করে ক্ষতে যা বিঁধে আছে গভীরে।
এখন চাই খালি তোমার সাক্ষর সম্বলিত
ডেথ সার্টিফিকেট।
যা পাবার অপেক্ষাতে এখন খালি দিন গুনছি।
প্রমান করে দেব ওয়ান = ইকুয়াল টু শূন্য।