(১)
ভেবোনা তোমরা, কবিতা আমার নগন্য,
লিখি হৃদয়ের কথা, শুধু মন্তব্যের জন্য?
আসরের কবিতা,
মন্তব্যে ভরি -তা ।
প্রতি-মন্তব্য পেয়ে হই আমি যে ধন্য।
(২)
সবুজ, জোছনা, নীরবতা,স্বপ্ন ও হাহাকার,
হাসি-কান্না সব মিশে কবিতায় একাকার।
যেন দুটি চোখে,
সুরের আলোকে,
কবিতাকে ভালোবাসি এই মোর অহংকার।
(৩)
কবিতায় প্রাণ পায় প্রাণহীন যত কথা,
মৃদু হাসিতে ফুটে ওঠে রাতের নীরবতা।
মন ভরে যে গানে,
পরশ জাগে প্রাণে।
কাজল নয়নে যেন বনশ্রী-তম সমা।
(৪)
ঘুম ঘুম চাঁদ স্বপ্ন ঝরায় আদুরে মেয়ের মত,
হৃদয়ে ঝরায় আকুলতা, সম্ভাবনার সাক্ষর যত।
আমার মনে প্রিয়,
ছড়িয়ে তুমি দিও।
পরশ ছড়িয়ে দিও বিহগ কাকলির কণ্ঠ শত শত।
(৫)
সাত সাগরের উদাস-ব্যথা গভীর আকুলতা,
তাইতো কবিতায় আমার এতো ভালোবাসা।
সাগরের কল্লোল,
চিত্তে সে মায়া-দোল,
সত্যি বলতো? শুনেছ কি সাগর ঝাউয়ের কথা?