স্মরণবেদনা অর্থাৎ নস্টালজিয়া;
নস্টালজিয়া শব্দের একটা আছে কেমন যেন বর্ণগন্ধ।
শব্দটা মনের নিয়নবাতিতে জ্বলজ্বল করে,
শব্দটা সবাইকে সার্ভিস দেয়না সমানভাবে।
কাটাকুটি ও শব্দের খেলা চলছে,
বাচ্চা ছেলেটির ভাগ্যে পড়লো "ডেথ" শব্দটা।
শিশুর মনে নেই কোনো দ্বন্দ্ব,
উত্তর দিলো 'হেভন' অর্থাৎ স্বর্গবাস।
পরের রাউন্ডে শব্দ পড়লো "লাভ",
ছোট শিশু প্রেমের কি জানে?
বিন্দুমাত্র বিলম্ব না করে উত্তর দিলো
'মেরী' "যিসাস এন্ড মেরী"।
ছেলেটা একদিন বড়ো হয়ে যাবে;
শব্দগুলো নিঃসংকোচে উচ্চারণ করতে পারবেনা;
বলতে পারবে কি সহজে 'হেভেন' বা লাভ এর মানে?
শব্দগুলো ওর জীবনে পুনর্জাত হবে নতুন অনুষঙ্গে।