স্ট্যাটাস্ টা বলতো কোথায় থাকে
মা, মা বলে ডাকলে ?
'মাম্মী' বলে ডাকবি আমায়;
প্রেস্টিজ টা থাকবে না আর
পাশের বাড়ি শুনতে পলে।
এই গেঁয়ো গেঁয়ো বাঙালিপনা,
ঝেড়ে ফেলার চেষ্টা করো।
ভুলে যেয়োনা তুমি
ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ো।
তোমার ড্যাডি একটা বিরক্তিকর,
যত সব আতলামোতে ভক্তি তার।
শান্তিনিকেতনের ওই দাড়িওয়ালা ,
খেয়েছে মাথাটি বাবার।
বই কিনতে পারছে না কেও ,
নজর কেবল তার দিকে ,
ওষুধ কেনার পয়সা নেই ,
কিনে দিচ্ছে মাইনে থেকে।
বার্থডে পার্টির টাকা চাইলে
হিসেবে করে তোর বেলাতে ,
মাথায় দেয় হাত তখন ,
চাইলে যেতে শপিং মলে ।
পাশের ফ্ল্যাটে দেখ তোর পরেশ কাকু ,
কি বড় জায়গাতে তে চাকরি করে।
ইংরেজীতে গান শোনে ,
ঘরেতে ওদের টাকা ওড়ে।
তুমি কিন্তু সোনা বড় হয়ে
অনেক টাকা আনবে ঘরে।,
সমাজসেবায় মন না দিয়ে
সময় নষ্ট করোনা বাংলা পড়ে।
সব শুনে ছেলে বলে , ঠিক আছে মাম্মি ,
হবো পাশের ফ্ল্যাটের কাকুর মতো।
মাসে একদিন তোমায় দেখতে যাবো ,
কাকুর মতো ওল্ড এজ্ হোমে।