নহ মাতা নহ কন্যা, তুমি শুধু প্রণয়িনী;
জানি তুমি পরকীয়া, তবু তুমি প্রিয়দর্শিনী।
মৃদু দীপালোকিত আলোয় উন্নত গ্রীবা,
মাঝখানে স্বর্ণালংকারের সুক্ষ আভাস।
আদ্র কুন্তলদল পিঠের ওপর অযত্নবিস্রস্ত;
পরিধানে তাঁতের শাড়ি,
উদ্বেল হৃদয়ে গভীর ভালোবাসা।
যেন দেবমন্দিরের পবিত্র হোমাগ্নির মতো
জেগে উঠলো মনে অনির্বান অদৃশ্য শিখা।


যখন হলো মোহভঙ্গ,
দেখলাম সুরার পাত্র হয়েছে রিক্ত।
মন্থন করলেও উঠবেনা জানি মধু,
উঠবে শুধু হলাহল।