টুইন-টাওয়ার; পৃথিবীর সর্বোচ্চ যুগ্ম-মিনার,
করলো ধংস সন্ত্রাসবাদী এগারই সেপ্টেম্বর।
দু হাজার এক সালে প্রভাত বেলায়,
উড়ে এলো দু'টি বোয়িং সবার অজানায়।
প্রচন্ড শব্দে গর্জে উঠলো এক ভয়ার্ত ধ্বনি,
পথচারী হলো বিহ্বল ,কাঁপলো ধমনী।
মিনারের ভেতরে ছিল যত নরনারী,
মুহূর্তে স্তব্ধ করে দিল সবাকার নাড়ি।
শত শত মানুষের হলো জীবন নাশ,
চতুর্দিকে ছোটাছুটি শুধু হা-হুতাশ।
মানুষের কান্নায় বুক হলো ছার্ খার,
জানিনা কি হয়ে গেল উঠলো হাহাকার।
ছিলনা সেখানে মোর কোনো আপনজন,
তবুও বাঁধভাঙ্গা জলে ভরলো দু'নয়ন।
বিশ্বের সর্বত্র আজ চলছে সন্ত্রাস,
সভ্যতার নামে দেখি এ কি ঘৃণা আর ত্রাস!