একটি নতুন বছরের শুরুতে -
আমি আমার মন বপন করলাম।
নতুন চেতনায়,
মানসিক বিস্তারের মধ্যে দিয়ে।
নতুন বছরে নতুন করে বাংলা কবিতাকে ভালোবেসে এগিয়ে যাবো।
এটাই আমার হবে নতুন বছরের রেজোলিউশন।
হ্যালো আসরের কবিগণ..
নতুন বছরকে জানাই স্বাগতম।
তার সঙ্গে প্রাথনা করি..
'হে ঈশ্বর-আশীর্বাদ করো;
সবাইকে দাও শক্তি, সাহস, ভালবাসা, সমৃদ্ধি।