না আমি হিন্দু না আমি মুসলিম,
আমি আমার খেয়ালে চলি!
সবার সঙ্গে বসি ও মিশি
নেই কোন জাতি গোষ্ঠী বা ধর্ম
আমি সত্যিই ভিন্ন
না তৃষ্ণার্ত না তৃষ্ণা নিবারণ করি
না আমি পরিশ্রমী না নগ্ন
শুধু কাঁদি, আমি হাসি না
না করি পাপ না করি সংযম
কারণ আমি নই বুদ্ধিমান!!