আমার ভালোবাসা,
যদি ক্লান্ত হও তুমি কখনো
আমাকে একটিবার বলো ;
আমি তোমাকে আমার বাহুতে তুলে নেবো;
সুখ ছড়িয়ে দেব তোমার গতিপথে।