ওগো মোর মা.......
তোমাকে আমি মরণ দিয়ে করবো বরণ।
জন্মের প্রথম দিন থেকে জানি তোমার পরিচয়,
তুমি আমার সেই অতি পরিচিত "মা"।
সব সীমা ছাড়িয়ে দিয়ে
এঁকে দিয়েছো তুমি আমার মনে আবেশ কুহেলিকা।
তোমার মহিমা ছড়িয়ে গেছে আমার প্রতিটি রক্তবিন্দুতে।
হারিয়ে গিয়েও তুমি হারাওনি মা,
প্রাণের প্রতিটি পৃষ্ঠকোষে জড়িয়ে আছে অতীতের স্মৃতি,
ছড়িয়ে আছে আমার চলার পথে।
কিকরে ভুলতে পারি মায়ের শুভ্র আঙুলের ললাটে স্নিগ্ধ স্পর্শ ,
আর মায়ের আঁচলের সেই হলুদের গন্ধ।
আমি খালি তোমাকেই ভালোবাসি মা,
বোধহয় তুমি ছাড়া আর কাউকেই নয়।
আজও তুমি আমার প্রেরণা ,আমার পথপদর্শক।