ইচ্ছে করে
ভিক্টোরিয়ায় গাছের তলায় প্রেম করি আর বাদাম খাই,
তোমায় নিয়ে ভর দুপুরে গড়ের মাঠে ঘুরে বেড়াই।
ইচ্ছে করে
রবিবারে চিড়িয়াখানা আর চরকি দিয়ে শহর ঘুরি,
দুপুর বেলায় মজা করে লেকের জলে পাথর ছুঁড়ি।
ইচ্ছে করে
তোমার সঙ্গে ছাদে উঠে মাঞ্জা দিয়ে ঘুরি ওড়াই ,
ইচ্ছে করে উঠোনেতে ফুলঝুরি আর বাজি পোড়াই ।
ইচ্ছে করে শপিং মলে তোমার সাথে বাজার করি,
চাঁদনী রাতে চিলে কোঠায় জ্যোৎস্না টাকে মুঠোয় ধরি ।
ইচ্ছে করে দুজনে মিলে একসঙ্গে মিছিলে যাই,
টিয়ারগ্যাস আর লাঠির মুখে তোমায় আমি আগলে দাড়াই ।
ভোটের আগে দেয়ালেতে মজার মজার পদ্য লিখি,
লড়াই করে বেঁচে আমি তোমার সঙ্গে বাঁচতে শিখি ।
মাঝে মাঝে ইচ্ছে করে সমুদ্রের হাওয়া খাই ,
কলকাতার ভীড় ছেড়ে তোমায় নিয়ে পুরী যাই ।
আবোলতাবোল ভাবনাগুলো মনের মাঝে জেগে ওঠে,
আজ আছি আর কাল নেই তাই জানিয়ে রাখি আগেভাগে ।