মডার্ন কবি(লিমেরিক)


কবির অঙ্গে এখন টাইট নীল জিনস,
গার্ল ফ্রেন্ড সঙ্গে, ভাব নয় উদাসীন।
তীক্ষ জটিল,
মনেতে খিল;
কবিতার ঠাঁই নেই, মারুতিতে মজলিস।