গৃহকর্তার হাতেও হাতাখুন্তি,
শুধু গৃহিণীর হাতে নয়।
মাইক্রোওভেন আর ফুডপ্রসেসর,
'আধুনিক রান্নাঘর' এর জয়।
জটিল রান্না আর উন্নত সংস্কৃতি,
ধরতে যদি চাও?
নাড়ীর খবর আর হাঁড়ির খবর,
গৃহের মান যাচাই করে নাও।
রান্নাঘরে পাই অগ্রগতির মন্ত্র,
বদলে গিয়ে সভ্যতার যন্ত্র ।
ঝোপড়িবাসির তোলা উনুন
কালিঝুলি হাড়ি।
বাচ্চাগুলো প্রশ্ন করে,
আর কত দেরি?
অমৃতের ভোগের আশায় বুড়ো বিড়ি ফোঁকে,
মাংসের ছাঁট খেতে লোভী চোখে বসে থাকে।