মধ্যবিত্তের জীবনে খালি ক্লান্তি ও হতাশা;
ধূসর অন্ধকারে শুধু ডানা ঝাড়ে নিরাশা।
দৃষ্টিতে জেগে ওঠে অলস স্বপ্ন,
নির্জন দ্বীপের মতো শান্ত নিঃসঙ্গ।

মধ্যবিত্ত রক্তের ম্লান জীবনে
কামনাও হয়ে যায় কখনো ক্লান্ত।
দীর্ঘশ্বাস আর টেনশন এর ক্লান্তি,
হোঁচটে ভরা দুর্মুখ ভবিষ্যৎ।

বাংলা পাইট আর সস্তা সিগারেটের ধোয়া,
ক্ষনিকের তরে জাগে মনে আশার ছোয়া।
রক্তকণিকা গুলো যেন শূন্য মরুভূমি,
না সেখানে কোনো ওয়েসিস, না নার্গিস ।