যখন আমি রাস্তা দিয়ে হেটে যাই,
কতগুলো লোভী নোংরা চোখ আমার দিকে তাকিয়ে থাকে।
যেন মনে হয় উলঙ্গ করে আমাকে ধর্ষণ করছে।
বক্স অফিস হিট একটি গানের তালে তালে
ট্রাক ড্রাইভারটার চোখ যখন অর্থপূর্ণ ইঙ্গিত দেয়,
আমি ধর্ষিতা বোধ করি।
মনে হয় আমার শরীর আমার নিজস্ব নয়,
শরীরের প্রতিটি কোণে ধর্ষিতা আমি।
এ ধর্ষণ সম্ভবত জৈবিক নয়,
কিন্তু মানসিক।
আমার মন ধর্ষিত হয়েছে শরীরের হিসাবে।
একটি মহিলার ব্যক্তিগত স্থানগুলো প্রতি দিন লঙ্ঘিত হচ্ছে।
আমি মনে করি আমি প্রতিদিন ধর্ষিত হচ্ছি মানসিক ভাবে।