বাঙালি গৃহিনী যতই চুল খাটো করুক না কেন,
গালে যতই ম্যাক্সফ্যাক্টর লাগাক না কেন,
ঠোঁটে জ্বলন্ত সিগারেট রেখে ভুলভাল ইংরেজি বলুক না কেন,
সংস্কার থেকে কি মুক্ত হতে পেরেছে ?
মেয়ের বিয়ের শুভদিন ঠিক করতে গুপ্তপ্রেস পঞ্জিকার সাহায্য নিতে হয় ;
স্বামীর অসুখে লুকিয়ে মানত করে;
সন্তানের কল্যাণ কামনায় ষষ্ঠীতে উপোস করে,
মা বাবার শ্রাদ্ধ করেন রীতিমতো পুরুত ডাকিয়ে।
সমাজটা তবু সার্বজনীন নয়;
দুর্ভাগ্য ভারতীয় ও ইউরোপীয় জনক-জননীর সন্তানদের।
পিতার সমাজ থেকে তারা বিচ্যুত,
মাতার সমাজ দ্বারা বর্জিত।
\
বাবার কাছ থেকে পায় পদবি,
মায়ের কাছ থেকে গায়ের রং।
কার কাছ থেকে পাবে মনোভাব?
তাই হয়তো তারা পারেনা উঁচুদরের কিছু হতে।