জীবন এক জটিল ধাঁধা, শুধু ছুটে ছুটে চলা,
স্মৃতিগুলোর ইতি-কথা, রয়ে যাবে না-বলা।
চাইনা চলে যেতে, যদিও জানি এ মরণের যজ্ঞ,
দেহখানি হবে লেলিহান, তবু ভালোবাসা হবেনা দগ্ধ।
যে ভালোবাসা ও প্রেম দিয়ে যাবো,জানি সে কেবলি স্মৃতি,
গোপনে তা টানবে ইতিরেখা, তবু থেকে যাবে আমার প্রীতি।
চারিদিকে দেখি আজ, মিথ্যা কথার বেড়াজালের প্রপাগান্ডা,
লোভ কখনো মানুষকে দেয়না সুখ, নীরবে হবে একদিন ঠান্ডা।
কেও হয় ক্ষনিকের রাজা, করছে নির্যাতন আর দারিদ্র দখল,
বিভ্রান্তিকর ভোগের খেলায়, ভুলে যায় আসল-নকল ।
কখনো জীবন ছন্দময়, কখনো আলো ঝলমল,
রহস্যের ঘেরাটোপে, হয়ে ওঠে কখনো চঞ্চল।
আঁধারের গ্রাস টানছে জানি ক্রমে ক্রমে আমারে,
জানিনা কেন তবু মনে হয়, যেতে দেবোনা তারে।
মানুষের বাঁচা মরা, এখনো ভাবিয়ে তোলে,
তোমাদের ভালোবাসা, গোলাপে-তে ফুটে ওঠে।
তাই এখনো গান গাই, কবিতা লিখি প্রানভরে,
হৃদয়ের ভালোবাসা দিই তাই তোমাদের তরে।
তাই দুহাত পেতে এসেছি আজ তোমাদের কাছে,
আস্থা হারানো মন নিয়ে, যদি ভুলে যাও পাছে।
সবার জন্যে বেঁচে থাকবো, সবাইকে নিয়ে,
তাই মনের শান্তি খুঁজি ভালোবাসা দিয়ে ।