ভালোবাসাকে বেঁধে রাখা যায়না,
তাকে দিতে হয় বয়ে যেতে।
আকাশের মুক্ত বিহঙ্গের মতো উড়তে দিতে হয়।
প্রেম কি শুধু একজনের জন্যে আসে?
দুভাবে যদি দুজনার জন্যে নাড়া দেয়?
প্রেম বিস্তৃত,সীমাহীন।
নিজেকে হারিয়ে ফেলেও প্রেমের তল পাওয়া যায়না।
আকণ্ঠ নিমজ্জনে শুধু সাঁতরে বেড়ানো যায়।
ভালোবাসা টা বড়ো আটপৌরে;
তাই প্রেমটাকে বেঁধে রাখে
এই আটপৌরে প্রেম।