জীবনের স্রোত হারিয়েছে আজ
করোনার আক্রমণে,
চতুর্দিকের সামাজিক কলরব
থমকে গেছে এ ভুবনে।
স্বাভাবিক ক্রিয়াকর্ম আজ হয়েছে বিরল
একটি কম্পমান ভাইরাসে,
দৈনন্দিন জীবনে আজ পড়েছে ভাঁটা
শুধু কি পাপের অভিশাপে?
অতি নিরালায় আজ ভাবি মনে
পুরাতন যেন হয়েছে বিদায়,
নতুন কাল যেন এসে নামলো
ধূলিমলিন ধরায়।
সুখ দুঃখে আনন্দে জীবনটা ছিল বাধাহীন,
সকল আনন্দ উৎসাহ আজ যেন ছন্দহীন।
অন্তরের চেতনা আজ মনের গভীর পরশে
হৃদয়ে জাগায় বেদনার মন্ত্র,
যারা হারালো আজ অতি মূল্যবান প্রাণ
ভেবে কেঁদে ওঠে হৃদয়বীণার তন্ত্র।
ভাঙা মনে আমার এই টুকরো কাব্যের পালা,
হতাশ্বাসে যেন হয়ে উঠেছে মনিহারা মালা।