তুমি তো জানো সুচরিতা তোমায় কত ভালোবাসি,
আজ বিকেলেতে আসবেনা আমার কাজের মাসি।
চলে এস কোন ছুতো করে,
দেখবো তোমায় প্রাণ ভরে।
সঙ্গে করে নিয়ে এস তোমার মিষ্টি-মধুর হাসি।