লুকিয়ে ছিলে কবিতার পাতায়,
নিঃশব্দে মনের আড়ালে।
জানিনা কিসের অভিমানে,
কুয়াশাতে ভেজা এই রাতে,
চুপি চুপি আমার ঘুম ভাঙ্গালে।
আমার মনে তোমার
অবাধ যাতায়াত,
বড় ভালো লাগে ভাবতে।
ভাবি কবে পাব গভীর আশ্রয়
তোমার হৃদয়ের অন্তরেতে।
মনে হয় সাদা কালো রঙ্গিন রাস্তায়
ঘুরে বেড়াই তোমার সঙ্গে
সারাদিন।
দিশেহারা হয়ে হেঁটে চলি
সীমাহীন।