অপেক্ষা করে থেকো তুমি কবিতার ওপারে!
আমার শব্দগুলো যেন ছুঁতে পারে
তোমার হৃদয়কে!
উথাল-পাথাল কলম আমার পাবে সবকিছু চাওয়া
চির নতুন করে!
বেঁধে রাখবোনা আর আমার মনের তরীখানি,
বাঁধন খুলে সে চলে যাবে তোমার
মনের ঘাটে !
শিথিল হবে সব গ্রন্থিগুলো,
চিনবে আমায় নতুন করে !
হয়তো করেছি অনেক ভুল;
আমার এ কবিতা বাজাবে তোমার
হৃদয়ে মিলনের সুর!
তোমায় বাঁধবো আমি কবিতা লিখে;
তোমার কাছে শব্দগুলো সত্যি নাই বা হোক
থাকবো আমি দূরে দূরে নিয়ে চিরন্তন শোক!
ডুবে যাবো আমি অতল স্নিগ্ধতায়
সেখানেই শান্তি পাবে আমার শরীরের কোষ !