কবিতা তুমি ছড়িয়ে আছো.......
শব্দ হয়ে , ছন্দ হয়ে , অক্ষর হয়ে, পংক্তি হয়ে;
দাঁড়ি, কমা ও সেমিকোলন হয়ে.....
আকাশে জ্বলজ্বলে তারার মতো,স্খলিত দেহতে বিস্তার করে আছো।
মহামারীর মতো ছড়িয়ে পড়েছ আমার মহাজাগতিক ক্লান্তির মধ্যে।
চাষ করে চলেছি ফললাভের আশায়।
চোখে নেই ঘুম;
বলতে পারো কেন তুমি আমাকে ঘুমোতে দাওনা?
কতবার নিদ্রাহীন রাতে মদিরার গ্লাস নিয়ে ঝাঁপিয়ে পড়েছি কবিতার খাতায়।
তুমি কি কিছু দেখতে পাওনা না শুনতে চাওনা?
জানি তোমার অনেক প্রেমিক আছে।
চাঁদ দেখে ভাবি খালি তোমার কথা ,
চলোনা দুজনে হাত ধরাধরি করে হারিয়ে যাই পৃথিবীর গহীনতম পথে?