কবিতা     আমার রক্তক্ষরণ,
কবিতা     আমার আত্মকহন,
কবিতা     আমার জীবনের স্তিথি,
কবিতা     আমার নিজের মুখোমুখি বসা,
কবিতা     আমার বাঁচার বীজমন্ত্র,
কবিতা     আমার হৃদপিন্ড কামড়ে ধরা অনুভূতি,
কবিতা     আমার অশ্রু,
কবিতা     আমার আনন্দ,
কবিতা     আমার বেদনা,
কবিতা     আমার জীবন দর্শন,
কবিতা     আমার উষ্ণতা,
কবিতা     আমার ভাবনা,
কবিতা     আমার চৈতন্যের সূর্যোদয়,
কবিতা     আমার ক্লান্তি হরণ,
কবিতা     আমার পক্ষিরাজের ঝাপটানি,
কবিতা     আমার সপ্তডিঙ্গা,
কবিতা     আমার মন্ত্রপূত অসি,
কবিতা     আমার বিশ্বাস আর ভালোবাসা।


উপসংহার :
কবিতা তাই কবিকে পরিত্যাগ করেনা,
ফিরে আসার অপেক্ষায় থাকে,
ডাকলেই সে ফিরে আসে আলোর উষ্ণতায় !!

তাইতো কবিতা বারবার প্রণয় সম্ভবা,
তাইতো কবিতা বিরহে সুন্দর !!