কবিতাই আমার স্থায়ী প্রেম।
কবিতার হাতে প্রেমের বীজমন্ত্র,
আমার বিশ্বাস আর ভালোবাসা।
কবিতা আমার রক্তক্ষরণ,
কবিতা আমার আত্মকথন,
কবিতা আমার গোড়ার কথা,
কবিতা আমার শেষের কথা,
আমার জীবনের স্তিতি!
যতবার পড়েছি কঠিন সমস্যায়
ততবার সে এসে আমার হাত ধরে
টেনে দাঁড় করিয়েছে শক্ত জমিতে!
কি পাইনি ভেবে পাইনি দুঃখ,
কি দিয়েছি ভেবে আমার সুখ!
কতবার করেছি পরিত্যাগ,
তবুও ফিরে ডাকার অপেক্ষা করে!
আমি তাকে খুঁজে আনি বারবার
তার চোখে চোখ রাখি বারবার!
তাই দ্বিধাহীন ভাবে বলি আজ,
কবিতাই আমার স্থায়ী প্রেম !