হিংস্র পশুর মতো তেড়ে এলো
কামনার কম্পিত শিখা -----------
উর্বশীর মধ্যবিত্ত রক্তে!!
ক্লান্ত, সে ভীষণ ক্লান্ত;
বিষন্ন বেদনার অতৃপ্ত রাত্রির ক্ষুদার ক্লান্তি!
ম্লান জীবনে শুধু দীর্ঘশ্বাস,
নির্জন দ্বীপের মতো নিঃসঙ্গ হয়ে,
কেটে যাবে উর্বশীর আগামী দিনগুলি!