হটাৎ আমার শরীর আক্রান্ত হলো
ফ্রয়েডীয় স্খলনের দ্বারা;
প্রতিটি লোমকূপ গুলো প্রণয় কাতর
লিবিডোর তীব্রতায় ;
ঠিক তখনি দেখি তুমি আমার পাশে নেই!!