যদি আমি .......
আমি যদি ছন্দ হতাম
কবিতার মতো
নানান রঙের শব্দের মাঝে
নির্যাস নিতাম কতো
যদি আমি ..........
প্রেমিক হয়ে তোমার কাছে
হৃদয়ে হতাম নদী
একপলকে দেখে নিতাম
তোমার মনের গতি
খুশির জোয়ার বইয়ে দিতাম
তোমার মনেতে
বৃষ্টি হয়ে ঝরে যেতাম
মনের বেদনাতে
ফানুস হয়ে উড়িয়ে তোমায়
দিতাম একটি তারা
জ্যোৎস্না পান করে মোরা
হতাম দিশেহারা