(লিমেরিক)
প্রেমে খাটেনা কোনো জোর যতই আসুক ফাগুন,  
কখনো ঝঞ্জায় মৌন সন্ধ্যায় সে জ্বলন্ত আগুন!
জ্বলবেনা জ্বালালেও;
নিভবেনা নেভালেও;  
ধমনীতে ধীরে ধীরে ঈশ্ক্ ডেকে আনে মরণ!