যদি জানতে চাও
সূর্যাস্তের সময়ে কে হয় ভীত ?
তাহলে ফুটপাত বাসিন্দাদের জিজ্ঞাসা করো ,
যার কোনো ঘর নেই।
যদি জানতে চাও
ভালোবাসা-বিচ্যুত কে ?
তাহলে জিজ্ঞাসা করো,
যে বেঁচে থাকে তিক্ত জীবন নিয়ে,
আর বেঁচে থাকে তৃষ্ণাত্ব জীবন নিয়ে।
যদি জানতে চাও
ক্ষুদা কাকে বলে ?
তাহলে জিজ্ঞাসা করো তাদের,
যারা ড্রেনের ধারে ফেলে দেয়া
উচ্ছিষ্ট বিরিয়ানী খেয়ে বেঁচে থাকে।
যদি জানতে চাও
শোষণ কাকে বলে ?
তাহলে মেকি নেতাদের জিজ্ঞাসা করো,
যারা গরিবদের শোষণ করে আনন্দ পায়।
তাই আমি কবি প্রবীর বলি ,,,,,,,,,,,,,,,,,,
ভালবাসা জনসম্মুখে ন্যুড হয়ে গেছে ।
ভালবাসার পথে খাবি খাচ্ছে সোনালী শ্যাডোর কটকটে নীল ফ্রেম।
যৌবনের বায়োডাটা নিয়ে বণিকদের বাড়ি যেতে হচ্ছে প্রতিনিয়ত।
বলতে পারো কি কেও?
কতদিন ধরে চলবে এভাবে
অর্থনৈতিক এবং ভাওতাবাজির
নৈতিকতার চাকা?