মন্তব্য ,তুমি কখনো বৃষ্টি হয়ে ঝড়ো,
আবার কখনো শুধু মেঘ হয়ে থাকো।
মগ্নতার স্বাদ দাও মনে আর হৃদয়ে,
কখনো ডুবে যাও আমার অনুভবে।
জীবনদর্শনের সুখ পাই অন্ধকারে,
রোমান্টিক করে দাও মনের ইমেজেরে।
লেখার প্রেরণা পাই মন্তব্যকে ঘিরে,
ছান্দসিকতার মূর্ছনায় আসি খালি ফিরে।
তোমার ভাবনা আমাকে তাড়িত করে.
দার্শনিকতার ভাবুকতা ওঠে বেড়ে।
আনন্দের জন্যে লিখি আমি কবিতা,
মন্তব্য তুমি পাশে থেকো হয়ে আমার বনিতা।
ঠোঁটের কোণে অজান্তেই হাসি ওঠে ফুটি,
মনেতে জেগে ওঠে কেমন স্নিগ্ধ অনুভূতি।
তুমি না থাকলে ভালোবাসাটা পাওয়াই হতোনা,
মন্তব্য তাই তুমি আমায় কখনো ছেড়ে যেওনা।