মানবতার ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে গর্জে ওঠা 'মার্টিন লুথার কিং' এর শুভ জন্মদিনে আজ তাঁকে শ্রদ্ধা জানবার উদ্দেশে আমার এই কবিতা তাঁকেই উৎসর্গ করলাম।
১৯২৯ সালের ১৫ জানুয়ারি জর্জিয়ার আটলান্টায় মার্টিন লুথার কিং জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে তিনি বোষ্টন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ফিলোসোফি ডিগ্রি লাভ করেন। মহান এই নেতা আফ্র-আমেরিকানদের নাগরিক অধিকার রক্ষায় কাজ করেছেন।
১৯৬৩ সালে ওয়াশিংটন অভিমুখে পদযাত্রা কর্মসূচীতে তার ঐতিহাসিক ভাষনের শিরোনাম ছিলঃ
"আই হ্যাভ এ ড্রিম:। "আমার আছে একটি স্বপ্ন"
আই হ্যাভ এ ড্রিম ভাষণটি শুধু আমেরিকান ইতিহাসে নয়,সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্যে গুরুত্বপূর্ণ।
১৯৬৩ সালের ২৮ সে আগস্ট ১৭ মিনিটের ভাষণ :-
আজ তারই কিছু অংশ কবিতার মাধ্যমে তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা করলাম।
Martin Luther King
You had a Dream!
তোমার কাছে আমরা লজ্জিত,
আমরা সেই কথা রাখতে পারিনি।
হে মহান কিং .......
আমাদের কবিগুরুও তোমার মতোই স্বপ্ন দেখেছিলেন ........
"হে নবসভ্যতা! হে নিষ্ঠূর সর্বগ্রাসী,
দাও সেই তপোবন পুণ্যচ্ছায়ারাশি,
গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যাস্নান,
সেই গোচারণ, সেই শান্ত সাম্যগান। "
তুমিও সেই একই সুরে বললে.....
"যদি উড়তে না পারো, তবে দৌড়াও।
দৌড়াতে না পারলে হাটো।
যদি হাটতেও না পারো, তবে গড়াও।
তবুও গন্তব্যস্থলে পৌছাও!"
"দুঃখ, দারীদ্রতা, হতাশা, ব্যাঞ্জনা
পোশাকের মত আমাদের গায়ে গায়ে লেগে থাকে।
ঝেড়ে ফেলার উপায় নেই।
তবে সেটাকে পোষ মানানো মানুষের পক্ষেই শুধু সম্ভব।"
"যত দিন না ন্যায়ের সুদীপ্ত দিন আসছে,
তত দিন বিদ্রোহের ঘূর্ণিঝড় আমেরিকার ভিতকে কাঁপিয়ে দিতে থাকবে।
বর্তমানের প্রতিকূলতা ও বাধা সত্ত্বেও আমি আজও স্বপ্ন দেখি।
আমার এই স্বপ্নের শেকড় পোঁতা আমেরিকান স্বপ্নের গভীরে।"
"আমি স্বপ্ন দেখি,
একদিন এই জাতি জাগবে এবং বাঁচিয়ে রাখবে এই বিশ্বাস: ‘
আমরা এই সত্যকে স্বতঃসিদ্ধভাবে গ্রহণ করছি:
সব মানুষ সমান।"
"আমি স্বপ্ন দেখি,
একদিন জর্জিয়ার লাল পাহাড়ে
সাবেক দাস আর সাবেক দাসমালিকের সন্তানেরা
ভ্রাতৃত্বের এক টেবিলে বসতে সক্ষম হবে।"
"আমি স্বপ্ন দেখি, একদিন মরুময় মিসিসিপি রাজ্য,
অবিচার আর নিপীড়নের উত্তাপে
দম বন্ধ করা মিসিসিপি হয়ে উঠবে
মুক্তি আর সুবিচারের মরূদ্যান।"
আমি স্বপ্ন দেখি,
আমার চার সন্তান একদিন এমন এক জাতির মধ্যে বাস করবে
যেখানে তাদের চামড়ার রং দিয়ে নয়,
তাদের চরিত্রের গুণ দিয়ে তারা মূল্যায়িত হবে।
আমি আজ এই স্বপ্ন দেখি।