দূরদর্শনের পর্দায় ভেসে উঠলো
দাও দাও করে পুড়ে ছাই হয়ে যাচ্ছে
প্যারিসের ১২শ শতাব্দীর ঐতিহ্যবাহী নটরডেম ক্যাথিড্রাল !
তীব্র বেদনার অনুভূতি জাগ্রত হয়ে উঠলো হৃদয়ে!!
চূড়া পড়লো ভেঙে , ধ্বংস হয়ে গেলো শিল্পকর্মগুলো !


সব পুড়ে গেলেও স্মৃতি থেকে কোনোদিন পুড়বেনা
কবি ভিক্টর হুগো'র বিখ্যাত উপন্যাস  'হাঞ্চব্যাক অফ নটরডেম'
ষোড়শী জিপসি তরুণী 'এসমেরালডা'
আর  ঘণ্টাবাদক কুৎসিত হাঞ্চব্যাক অফ নটরডেম  'কোয়িসিমোদো'!!


এরা দুজনে আমার কৈশোরের আবেগী দুটি চরিত্র
নটরডেমের কুঁজো কোয়িসিমোদো'র হৃদয়ে
স্থান করে নিয়েছিল কেপ্টেন ফিবাসের কামনার বস্তু  'এসমেরালডা'
স্যাংচুয়ারি বা অভয়াশ্রম পুড়ে ছাই হয়ে গেলো
কিন্তু আমার স্মৃতি থেকে কোনোদিন মুছবেনা  
'হাঞ্চব্যাক অফ নটরডেম'