"কেমন আছেন"? জিজ্ঞাসা এক বন্ধুর ....



শরীরের ভেতরে চলছে কোলেস্টেরলের কেলোর কীর্তি,
সঠিক উত্তর জানা নেই মনেমনে বলে সুকুমার মিত্রি ।

ইদানিং হৃদয়টা করে মাঝেমাঝে কেমন যেন ধড়পড়,
মাথায় নাননা সমস্যা নিয়ে সবকিছু হয়ে যায় গড়বড় ।

ওঠা নামা করতে থাকে অতীতের অতি প্রিয় সুগার,
মিষ্টি ছাড়া সবকিছু এখন খাদ্যতালিকার সমাহার ।

ইদানিং ডাক্তার বলেছে 'আপনার এনলার্জড প্রোস্ট্রেট',
কঠোর নিয়মবিধি মেনে সবকিছু এখন করেছে স্ট্রেট ।

যতই খারাপ থাকুক না সে, বলে সে নিয়ে মনে বেদন ;
'ভালো আছি, বেশ আছি', 'আপনি আছেন কেমন?'

এভাবেই বেঁচে থেকে চলবে জানে বাকি জীবনখানি,
মুক্তি সেদিন যেদিন নিভে যাবে জীবনের প্রদীপখানি ।