জানি তুমি সর্বদা পরিবারের যত্ন নাও,
থার্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এ শাড়ি কেনো,
স্বামীর যাতে কষ্টার্জিত রোজগারের কিছু সাশ্রয় হয়।
পরিবারের জন্যে সবসময় ভালো জিনিস টা চেষ্টা করো কিনতে।
সবকিছু সংসারকে ভালোবেসে।
এত সবের পরেও কি করে যে রান্নাটাও সময়মতো সেরে ফেলো ?
জানিনা কোথায় লুকিয়ে আছে তোমার গোপন ফর্মুলা?
মাঝে মাঝে অবাক হয়ে যাই ভেবে।
আবার দেবী প্রতিমার মতো চেহারা করে
কেচে ফেলো সারা পরিবারের কাপড়ের রাশি।
বিনিময়ে তুমি কিছুই চাওনা,
চাও একটু স্বামী ও সন্তানদের ভালোবাসা।
এটাই বোধয় গোপনে লুকিয়ে থাকে
তোমার অরেঞ্জপিল মাস্কের তলায়।
পত্নীত্ব আর লজ্জার শেকল পেরিয়ে
সর্বদা তোমার মুখে লেগে থাকে হাসি
জানাই তোমাকে একটি স্যালুট 'গৃহস্ত বৌ' !